নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

148
উৎপল ঘোষ যশোর থেকেঃ
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়া পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ইউশা বিল লুবার পরিচালনায় ও সভাপতি রবিন অধিকারী ব্যাচার  অনুপস্থিতিতে, জনাব হাসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী, নাঈম হোসেন, রিয়াজুল ইসলাম,শাহরুল ইসলাম,আল রাকিব, লাবনি ইসলাম তিশাসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সঞ্জয় বিশ্বাস সহকারী শিক্ষক, নওয়াপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুজ্জামান শাহীন,  বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ইকবাল মোল্লা, বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মাজিদ, আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম লাবলু বাঘা, আনসার আলী, অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধান শিক্ষক জনাব আজিজুর রহমান, শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠান শেষে গত ১০ তারিখে নওয়াপাড়া ইনিস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইলেক্ট্রিক ডিসপ্লে মুরাল উদ্ভোধনী অনুষ্ঠানে কবিতা আবৃতি ও বিদ্যালয়ে নৃত্য অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে সভাপতি হাসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন দোয়ার মাধ্যমে সহকারি শিক্ষক আব্দুল আজিজ।
দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজুর রহমান  ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির হাতে শিক্ষার্থীরা তাদের মূল্যবান পুরস্কার তুলে দেয়।