অভয়নগনরে গন-পিটুনিতে নিহত ইলিয়াজের স্ত্রীর হত্যা মামলা দায়ের

174

মেহেদী হাসান ইরান, স্টাফ রিপোর্টার
যশোর-অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের গত বৃহষ্পতিবারে গনপিটুুনিতে নিহত ইলিয়াজ হোসেনের স্ত্রী বাদীহয়ে আজ  সোমবার অভয়নগর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত যশোরে ছয়জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ধারা ৩৬৪/১১৪/৩০২/৩৪ মামলা নং সি আর ৪৯/২০ তাং ২৭/০১/২০২০।

মামলা সূত্রে জানাগেছে ,ঘটনার দিন সন্ধার পর আসামিরা গন একত্রে পিটুনিতে নিহত ইলিয়াজের বাড়ীতে গিয়ে জরুরী কাজের কথা বলে ডেকে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অর্থাৎ রাত বারটা অবদি বাড়ী নাঅসায় পরিবারের সকলে খোজাখুজি শুরু করে এক পর্যায়ে এলাকার একাধিক ব্যক্তিদের নিয়ে খুজতে থাকলেও ইলিয়াজকে আর পাওয়া যায়না । মামলা সূত্রে আরো জানা জায় বোর রাতে ইলিয়াজে মৃত্যুর সংবাদপেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃত্যু ইলিয়াজের লাশ দেখে হতবিহ্বল হয়েপড়ে বাদী। এ বিষয়ে মামলার বাদী এলিয়াজ হোসেনের স্ত্রী সারমিন রিনা জানালেন যারা আমার স্বামী কে বাড়ীথেকে ডেকে নিয়েগেছে তারা হত্যা করেছে এর ভিতর কোন সন্দেহ নেই। তিনি আরো বলেন আমার স্বামীর সাথে আসামীদের টাকার বিষয়ে পূর্বথেকে শত্রুতা চলে আসছিলল। মামলা শুত্রে আরো জানাযায় গনপিটুনিতে এ হত্যায় অংশনেওয়া ৬জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে এরা হলেন (১)আসাদ ভুইয়ার ছেলেল আসরাফুল ভুইয়া ৪৭,(২)ইনসাদ ভুইয়ার ছেলে হেদায়েত ভুইা(৪০), (৩)কাসেম সরদারের ছেলে টিটো সরদার (৩৭),(৪) ইনসার ভুইয়ার ছেলে তাহের ভুইয়া(৩৫), (৫) লুৎফর সরদারের ছেলে ফারুখ সরদার (৬) শফি সরদারের ছেলে কদম সরদার এদের সকলের বাড়ী একই গ্রামে। উল্লেখ্য গত ২৩ শে জানুয়ারী এলিয়াজ হেসেন নামের এক মধ্য বয়স্ক ব্যাক্তিকে ইঞ্জিন ভ্যান চুরির অপবাদে সন্দেহ মূলক ভাবে ধরে গভীর রাতে গনপিটুনিতে হত্যাহয়েছে বলে প্রচার করা হয়। প্রকৃত পক্ষে এটা পরিকল্পিত হত্যা না গনপিটুনিতে হত্যা এটা নিয়ে ধুয়াসা জাল তৈরি হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা জনাব তাজুল ইসলাম জানালেন আডাইথেকে তিন শত অঙ্গাত নামাআসামি করে অভয়নগর থানায় একটি মামলা হয়েছে।