অবহেলিত চর সোনাতনী , রাস্তা নেই, বিদুৎ নেই, আছে আশার বাণী

138
রনি মজুমদার,স্টাফ রিপোর্টার
যমুনা নদীর মাঝখানে অবস্থিত সোনাতনী  চর। এই চরের ১৭ টি গ্রামে বাস করে প্রায় ২৫ হাজার মানুষ। অথচ এখানে এখনো নেই তেমন কোন সুবিধা। নেই কোন রাস্তা, নেই বিদ্যুৎ,  হতদরিদ্র এই চরাঞ্চল যেন অভিশাপের শিকার। এমনি এলাকায় সরেজমিনে অবহেলিত মানুষের অবস্থা দেখতে যায় cintv24  এর উন্নয়নের পথে বাংলাদেশ এর টীম। সেখানে এসে দেখা যায় চারিদিকে নদী বেষ্টিত যমুনা নদীর ঠিক মাঝখানে রয়েছে সোনাতনী নামক এই ইউনিয়ন।  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এই ইউনিয়নে এখনো হয়নি কোন ইটের সলিং এর রাস্তা, তাছাড়া হয়নি কোন পাকা রাস্তা। শিক্ষা প্রতিষ্ঠান বলতে ১২ টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষা উপকরণ।  নানবিধ সমস্যায় জর্জরিত এই জনপদের আরো একটি ভীতির নাম নদী ভাংগন।
স্থানীয় জনপ্রতিনিধি সোনাতনী ইউ পি চেয়ারম্যান লুৎফর রহমানের সাথে আলাপনে জানা যায় এলাকার করুন অবস্থা।
তিনি আরো বলেন,আমার ইউনিয়ন এর সাধারণ জনগণ বেশির ভাগই মংস শিকার করে জীবীকা নির্বাহ করে এবং দারিদ্র সিমার নিচে বসবাস করে।চাহিদার তুলনায়  সরকারি ভাতা,বরাদ্দ কম আসার কারনে এলাকায় উন্নয়ন করা সম্ভব হচ্ছে না।তাই এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সরকারের নিকট দাবি আমাদের দিকে যেনো সরকার সুনজর দেন এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির অগ্রযাত্রায় আমরাও সঙ্গী হতে পারি।