ফকিরহাট সংবাদ

124

সিআইএনটিভি২৪ এর ফকিরহাট থানা প্রতিনিধি বাদশা আলমের পাঠানো সংবাদের গুচ্ছ

ফকিরহাটের বেতাগায় গলাই
রশি দিয়ে যুবকের আত্নহত্যা

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে রোগের যন্ত্রনা সয্য করতে না পেরে কামরুল ইসলাম (৩০) নামের এক ব্যাক্তি মেহগনি গাছের ডালে ফিতা দড়ি দিয়ে আত্নহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মডেল থানা পুলিশ বাড়ীর পাশের্^ ঝুলন্ত অবস্থায় তার লাশ উর্দ্ধার করেন। স্থানীয়রা জানান, উক্ত গ্রামের মৃতঃ হাসেম আলীর পুত্র কামরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন। কিছুদিন আগে শারিরিক ভাবে একটু সুস্থ্য হয়ে উঠায় মানষিক ভাবে তিনি ভেঙ্গে পড়েন। পরে ঘটনার দিন ভোরে স্থানীয় লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজান তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ব্যাক্তির স্ত্রী ও সাবিনা খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে। এঘটনায় এলাকাবসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ##

ফকিরহাটে কলকলিয়া দুইটি
উন্মুক্ত ওয়ার্ড সভা
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নির্বাচনে ৭ ও ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা কলকলিয়া জি.সি মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। ইউপি সদস্য মহাদেব বিশ্বাস মদনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল। ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর প্রমূখ। অনুষ্ঠানে উপদেষ্টার বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য আল্লাদী বিশ্বাস। এসময় ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, ইউপি সদস্য অনাদী বিশ্বাস, সাধনা মন্ডল সহ বিভিন্ন উপকারভোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ##

কলকলিয়া স্কুলে এসএসসি
পরীক্ষার্থীদের বিদায়
সংবর্ধনা

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কলকলিয়া জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিকেল ৩টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি সদস্য অনাদী বিশ্বাস, এসএমসি’র সদস্য রঞ্জন বালা, গোলক মহন্ত, শ্রীবাস পাড়ই, কলকলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরামন মন্ডল, ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচী, মহাদেব বিশ্বাস, আল্লাদী বিশ্বাস ও সাধনা মন্ডল। এসময় অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উক্ত বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ৭৫জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।