ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্পনেই ঃ এমপি বাবু রনজিত কুমার রায়

162

মেহেদী হামান ইরান
শিক্ষা হলো জাতির মেরুদন্ড শিক্ষার কোন বিকল্পনেই ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের কে সুশিক্ষায় শিক্ষিত করে গড়েতুলতে হবে। আমাদের অদর্শ নীতি দীক্ষাযেন শিক্ষাকেন্দ্রিক হয় জাতির বিবেক আত্মা সব শিক্ষা কেন্দ্রিক হয়ে থাকে। গনপ্রজাতন্ত্র বংলাদেশ সরকারের ৮৮/৪ যশোরের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পাট, বস্ত্র মন্ত্রলয়ের ও নদীবন্দর কমিটির স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু রনজিত কুমার রায় গত কাল ৭নং শভরাড়া ইউনিয়নের ইছামতি পল্লিমঙ্গল কলেজ কর্র্তৃক আয়োজিত সংবরধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের দরবারে মাথাউচু করে দাড় হতে যাচ্ছে। তিনি বি এন পি ও ৪ দলীয় সরকার কে উদ্দেশ্য করে বলেন তারা ক্ষমতায় এসে দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল বাংলাদেম আজ বিদ্যৎতে সম্পন্নতা অর্যন করেছে খাদ্যে নির্ভরতা অর্যন করেছে। কৃষকের আজ সারের জন্য গুলিখেতে হয় না সারের দাম সরকার অর্ধেকে নামিয়ে বিশ্বে কৃষি বান্ধব সরকারে পরিচিতি অর্যন করেছে। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আওয়ামীযুবলীগের উপজেলার আহবায়ক ও নেতা জনাব ফারুক খানের সভাপাতিত্বে আলোচনায় অধ্যক্ষ আবুল বাশার সাহেব কলেজের অসুবিধার কথাতুলে ধরে তিনি বলেন এই কলেজ অভয়নগর উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যাজাতীয় করণ একান্ত প্রয়োজন যেটা ভৈরব উত্তর পূর্বাঞালের ঐতিহ্য বহন করে। সংবরধনা অনুষ্ঠানে মাননীয় এম পি মহদয়কে ফুলদিয়ে সুভেচ্ছা জানান বাশুয়াড়ী আলিম মাদ্রাসার পক্ষে মুনশ্ িমনিরুল ইসলাম ও সরদার নুরুন ইসলাম,ভৈরব কলেজের পক্ষে ভার প্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি,এ ছাড়া হিদিয়া আলিম মাদ্রাসা, হিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, নাউলি মিলনী দাখির মাদ্রাসা, জি এস শেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাতুল উলুুম মাদ্রাসা,ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছামতি হাট জামে মসজিদ, রোজ কেজি স্কুল, ইজিবাইক মালিক মমিতির পক্ষে আ: রাজ্জাক,গোপিনাথ পুর মহিলা মাদ্রসা, এ ছাড়া শুভরাড়া ইউনিয়নের পক্ষে এ বি এম বাচ্ছু, স্যাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনা অধিকারি, রফিক মেম্বর,আলীগ নেতা এ্যাড গোলাম নবী,শুভরাড়ার বিল্লাল মোল্যা,মেম্বার নুরআলি,মেম্বর সালাম,মেম্বর রফিকুল ইসলাম, এছাড়া উক্ত অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ ক্লাসের সাইমা রহমান ও সুমাইয়া মান পত্র পাঠ করেন অসলাম হোসেনের নেতৃত্বে শিক্ষাত্রী সাদিয়া,ঋতু ও প্রিঙ্গনা জাতীয় সংগীত পাঠ করে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মীনা মো: ইকবল কবির ও প্রভাষক সঞ্জিব কুমার বসু।