কেন্দ্র দখল নয়, পাহারা দিব: ইশরাক

140

বিএনপি কেন্দ্র দখল নয়, পাহারা দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণে দলটির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ শুক্রবার বেলা বারোটায় গুলশানের বে টাওয়ারে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের রায় দিবে। তাই তাদের ভোট দেয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে যা যা করণীয় সব করা হবে। আমরা প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিব, দখলমুক্ত রাখবো এবং ভোটারদের ভোট দেয়ার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করব।
এখন পর্যন্ত যে পরিবেশ ভোটাররা ভোট দিতে পারবে কিনা এমন প্রশ্নে ইশরাক হোসেন বলেন, সেটা আগামীকাল দেখা যাবে। ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালটে সিল মেরেছিল ক্ষমতায় মেয়র হয়েছিল। এবার জনগণের প্রশ্ন এবার কিভাবে সিল মারবে? এবারতো ইভিএমে ভোট। আমি যতটুকু জানতে পেরেছি ভোটের দিন আটটার আগে ইভিএম মেশিন খোলা হবে। যদিও এসব বিষয় নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তারপরেও দেখা যাক কি হয়।

আপনারা কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রায় ৪০০ কেন্দ্রের মতো ঝুঁকিপূর্ণ মনে করছি। কিন্তু এর সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, একটা বিষয় আমার কাছে খুব অবাক লেগেছে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপর হামলা হয়েছে। কিন্তু আমি সেখানে গিয়ে দেখলাম অল্প কয়েকটা মিডিয়া ছাড়া কেউ ছিল না। আজকে গুরুত্বসহকারে এটা প্রচার করা হয়নি। কালকে সারাদিন প্রচার করা হল কোন এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সে নাকি আমার লোক। একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে। কিন্তু একজন সিনিয়র নেতাকে এইভাবে মারা হলো শারীরিকভাবে আঘাত করা হয়েছে সেটা নিয়ে মিডিয়ার কোন তৎপরতা আমরা দেখিনি। তাই আমি গণমাধ্যমের সকলকে অনুরোধ জানাবো আপনারাই আমাদের শেষ আশ্রয়স্থল। আপনারা জনগণের কাছে সঠিক তথ্যটা তুলে ধরুন। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ।
প্রতিনিধি দল সঙ্গে আপনার কি কথা হয়েছে জানতে চাইলে ইশরাক বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত একটা বৈঠক ছিল। তারা প্রত্যেকটা প্রার্থীর সাথে দেখা করেছেন। কথা বলেছেন। আমাদের মতামত জানার জন্য বসেছেন। আমি আমাদের আমার বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। আমার কাছে জানতে চেয়েছেন সার্বিক বিষয়টা কেমন ছিল। কিছুদিন আগে আমাদের প্রচারণায় হামলা হয়েছে এ বিষয়ে আমি তাদের অবহিত করেছি। এবং আগামীকাল ভোটের দিন আমাদের কি কি শঙ্কা রয়েছে এসব তারা জানতে চেয়েছেন। ইভিএমের ব্যাপারে আমাদের আমাদের শঙ্কা রয়েছে। ঢাকার বাইরে থেকে লোক জড়ো করে সরকারদলীয় লোকেরা যে কেন্দ্র দখলের পাঁয়তারা করছে এসব বিষয়ে আমি তাদের অবহিত করেছি। পূর্বেতো তারাতো দেখেছে গত জাতীয় নির্বাচনে কি কি ঘটনা ঘটেছিল।
এসব বিষয় জানার পর তারা কোনো উদ্বেগ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে ইশরাক বলেন, গতকালকে বেশ কয়েকটি সংবিধান সংস্থা বিবৃতি দিয়েছে। আর আগামীকাল ভোটের দিন তারা বেশ কয়েকটি ভোটকেন্দ্রে যাবেন বলে আমাকে জানিয়েছে।
খবর এসেছে পুরনো মামলার কথা বলে বিভিন্ন ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা বা নির্বাচন কমিশনের কোনো অভিযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, আমরা সবই জানি। সব তথ্যই আমাদের কাছে এসেছে। এই পর্যন্ত আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে অনেক অভিযোগ দিয়েছি, কমিশনে অভিযোগ দিয়েছি কিন্তু এর কোনো প্রতিকার পাইনি। তাই আমি মনে করি এখন আর তাদের কাছে এগুলো জানিয়ে কোন লাভ হবেনা। এর পেছনে আমি সময় অপচয় করতে চাচ্ছি না। এখন শুধু আগামীকালকের ভোট নিয়ে ভাবছি। পোলিং এজেন্ট নিশ্চিত করা এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সে ব্যবস্থার বিষয় নিয়েই ভাবছি।

সৌজন্যে : মানবজমিন অনলাইন।।