সেবার মান বাড়াতে হবে : এমপি নারায়ন চন্দ্র চন্দ

239

জনগনের সেবার মান উন্নয়নে চিকিৎসক সহ সকলকে এগিয়ে আসতে হবে, ডাক্তারদের চিকিৎসা সেবা প্রদানে আরো যত্নবান হতে হবে এমন মন্তব্য করেছেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র চন্দ।

শনিবার ফুলতলা উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়িাম ভবনে বেলা ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নবাগত ডাক্তারদের উদ্যেশ্যে আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে কাজ করতে হবে। হাসপাতালে আগত চিকিৎসা প্রত্যাশীদের সব্বর্চ সেবা দিতে হবে। টিএইচও শেখ কামাল হোসেনের সভাপতিত্বে ও ডাঃ মিজানুর রহমানের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য সরদার শাহাবুদ্দিন জিপ্পি, এস মৃণাল হাজরা, আবু তাহের রিপন, জিয়া হাসান তুহিন, শরীফ মোহাম্মাদ শিপলু ভ্ূঁইয়া, রবিন বসু (প্রমুখ) ।

মাসিক সভা শেষে প্রধান অতিথি হাসপাতালের স্টাফদের সাথে টিএইচও কর্তৃক অশোভনীয় আচারনের অভিযোগ সহ সাবেক আরএমও মিজানুর রহমানের সাথে দ্বন্দ্বের বিষয় নিয়ে একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। ওই কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা, ওসি মনিরুল ইসলাম, ফুলতলা গালর্স কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্মকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে শতশত মানুষ আরএমও মিজানুর রহমানের বদলি আদেশ স্থগিত করার দাবিতে মানবন্ধন করেন। মানবন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।