বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ জানিয়ে তার উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির মানবিক আবেদন জানিয়েছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা। বিকেল তিনটার দিকে হাসপাতালে যান বেগম জিয়ার বোন সেলিমা ইসলামসহ পরিবারের ৫ সদস্য। এসময় তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার জন্য বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, বেগম জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি হাঁটতে পারছেন না। এক হাত বেঁকে গেছে। ডায়াবেটিস বেড়েছে। কারো সাহায্য ছাড়া তিনি ৫ মিনিটও দাঁড়াতে পারেন না। তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে মুক্তি দেয়া উচিত। তাহলে আমরা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবো।