অভয়নগরের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মাদক গ্রহণ

232
সবুজ গাজী , নওয়াপাড়া পৌরসভা প্রতিনিধি  
যশোর  অভয়নগর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখা গেছে এসএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষা শুরু হওয়ার আগে ও পরে মাদক-সেবনে জড়িয়ে পড়ছে।অথচ বিদ্যালয়ের আসেপাশে তামাকজাত দ্রব্য বিক্রয় করা নিষেধ থাকলেও এখনো নিষেধাজ্ঞা অমান্য করে তামাকজাত দ্রব্য বিক্রি করেই চলেছে দোকানীরা। যাতে করে কৈশোরেই ঝরে পড়ছে শিক্ষার্থীরা।
স্থানীয় এক সূত্রে জানা যায়, অনেক সময় দেখা গেছে পরীক্ষার মাঝেও তারা মাদক সেবন করছে টয়লেট’র ভেতরে। প্রশাসনের এই বিষয়ে কোন পদক্ষেপ দেখা যায় না বলে জানা গেছে । বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সিগারেট খাওয়াটা একধরণের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় অনেক পরিবার তাদের সন্তানদের এই বিষয়টা জেনেও সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করার চেষ্টাও করেন না। এই বিষয়টার উপর সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন বলে জনগণ তাদের মতামত প্রকাশ করে । সেই সাথে প্রতিটি পরিক্ষাকেন্দ্রে প্রশাসনিক পদক্ষেপ আরও কঠোরভাবে নেওয়ার জন্য অনুরোধ করা গেল।