ধর্মীয় প্রতিষ্ঠানে খুলনা জেলা পরিষদের ২০ লক্ষ টাকার অনুদান হস্তান্তর

140

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনা জেলা পরিষদের প্রয়াত প্যানেল চেয়ারম্যান এমপি পুত্র অভিজিৎ চন্দ কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের ২০ লক্ষ টাকার বরাদ্ধপত্র হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে ডুমুরিয়া, বটিয়াঘাটা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরে নেতৃবৃন্দের কাছে এ বরাদ্ধপত্র তুলে দেয়া হয়। প্রয়াত প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দের ২ শিশুপুত্র তীর্থ ও দিব্য চন্দ’র হাত দিয়ে তা আনুষ্ঠানিকভাবে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি হস্তান্তর করেন। এতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ এলাকার সুধিজনেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ; ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া কোমলপুর নুরানিয়া হাফিজিয়া আশরাফিয়া কওমি মাদরাসা ও এতিমখানা উন্নয়নে ১ লক্ষ টাকা, লতা শীতলাতলা সার্বজনীন কালী মন্দিরে ১লক্ষ টাকা, পশ্চিম গুটুদিয়া সার্বজনীন কালী মন্দিরে ১লক্ষ টাকা,কুলটিয়া সার্বজনীন হরি মন্দিরে ১লক্ষ টাকা, ভান্ডারপাড়া ইউনিয়নে দক্ষিণমহল নূরানী জামে মসজিদে ২ লক্ষ টাকা, বান্দা সার্বজনীন শিব মন্দিরে ১ লক্ষ টাকা, কাঞ্চননগর সার্বজনীন পুজা মন্দিরে ১ লক্ষ টাকা, হাজিবুনিয়া পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে ১ লক্ষ টাকা, আড়ংঘাটা বাইতুল জান্নাত জামে মসজিদে ১ লক্ষ টাকা, আড়ংঘাটা আহলে হাদিস জামে মসজিদে ১ লক্ষ টাকা, আড়ংঘাটা সার্বজনীন পুজা মন্দিরে ১ লক্ষ টাকা, আড়ংঘাটা শীতলাতলা মন্দিরে ১লক্ষ টাকা, বটিয়াঘাটা জলমা ইউনিয়নে হুগলাডাঙ্গা বনশ্রী যুবসঙ্ঘ উন্নয়নে ১লক্ষ টাকা, বড়ডাঙ্গা পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে ১ লক্ষ টাকা, রাজবাধ মধ্যপাড়া মাতৃ মন্দিরে ১ লক্ষ টাকা, কিসমত ফুলতলা পূর্বপাড়া সার্বজনীন পুজা মন্দিরে ১ লক্ষ টাকা, হটিবাটি বাইতুল করিম জামে মসজিদে ১ লক্ষ টাকা, পার বটিয়াঘাটা দক্ষিণপাড়া সার্বজনীন কালী মন্দিরে ১ লক্ষ টাকার অনুদানের বরাদ্ধপত্র হস্তান্তর করা হয়।
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি অনুদানের বরাদ্ধপত্র হস্তান্তরকালে বলেন; আমার ছেলে অভিজিৎ চন্দ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান থাকাকালীন ঐসব প্রতিষ্ঠান উন্নয়নকল্পে ২০ লক্ষ টাকা বরাদ্ধ করেছিল। কিন্তু তার অকাল মৃত্যুর কারণে সে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ দেখে যেতে পারেনি। আজ তার ২ শিশুপুত্র আমার সাথে অনুদানের বরাদ্ধপত্র হস্তান্তর করছে। সবাই এদের জন্য দোয়া করবেন।