সিদ্দিপাশায় সাংবাদিক মনিরকে ক্যাম্পে দেড় ঘন্টা আটকে রাখার পর মুক্তি

240

অভয়নগর উপজেলা প্রতিনিধি ।।

যশোর অভয়নগর সিদ্দিপাশা ক্যাম্প ইনচার্জ এস আই গৌতম কুমার সাংবাদিক তামিম আহমেদ মনিরকে বিনাঅপরাধে ক্যাম্পের অভ্যান্তরে প্রায় দেড় ঘন্টার উপর আটকে রাখে। তথ্যমতে জানাযায়, সোনাতলার হালিম চৌকিদার  একই গ্রামের বাসিন্দা আকরাম তরফদারের পূত্র হাসান তরফদারের বিরদ্ধে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ সূত্রে রোববার সকালে সাংবাদিক তামিম আহমেদ মনিরকে ক্যাম্পে আটকে রাখে।

বিষয়টি নিয়ে থানায় অভিযোগকারি হালিম চৌকিদার জানান, আমি মনিরের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি বা তাঁর বিরুদ্ধে আমার কোন নালিশ নাই। তবে  কেন তাঁকে এ বিষয়টি নিয়ে আটকে রেখেছে আমি বুঝছি না। সাংবাদিক মনিরের আটকের বিষয় সিদ্দিপাশা ক্যাম্প ইনচার্জ গৌতমকুমার এর ব্যবহারিত মুঠোফোন ০১৭২৪……..৯৯ নম্বরে কল দিলে রিসিভ করেনি।

মানবাধিকার কর্মী ইউনুস আলী জানান, একজন সাংবাদিককে কোন সুনিদ্দির্ষ্ট অভিযোগ ছাড়া ক্যাম্পে আটকের বিষয়টি ন্যাক্কারজনক। এতে মানবাধিকার খর্ব করার শামিল।

সাংবাদিক মনির জানান, ক্যাম্পে আমাকে দেড় ঘন্টা আটকে রাখে। আমার মোবাইল আটকে রাখে এবং আমার সাথে খুবই বাজে ব্যবহার করে। তবে পরবর্তীতে পুলিশ আমকে ছেড়ে  দেয়।