সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তজাতিক মাতৃভাষা পালিত

164

বদরুজ্জামান খোকা ,(জেলা প্রতিনিধি ) সাতক্ষীরা।।

সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে ফেব্রয়ারী মাতৃভাষা পালিত হয়েছে। বাংলাদেশের মাতৃভাষা বিশ্বের দরবারে আন্তজাতিক মাতৃভাষা হিসাবে স্বকৃতি পেয়েছে। তাই ২১শে ফেব্রয়ারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করার জন্য সরকারী ভাবে সিদ্ধান্ত হয়। সে মোতাবেক সাতক্ষীরা জেলা থেকে শুরু করে সদর উপজেলার আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসা,মির্জানগর দাখিল মাদরসা,ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়,বি,কে আদর্শ বালিকা বিদ্যালয় আন্তজাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। এছাড়া বাঁশদহা,কাজিপাড়া,সাতানী কুলিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথা যোগ্য মর্জাদায় আন্তজাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসায় ২১শে ফেব্রয়ারী উপলক্ষে শহীদরে স্বরণে বিভিন্ন গান,নাচ,রচনা প্রতিযোগিতা,চিত্র অংকন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের কে পুরুস্কিত করে উৎসাহিত করা হয়। অনুষ্ঠান চলাকালিন সময়ে আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসায় সুপার মইনদ্দীন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কারনে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বসাবস করতে পারছি। বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। আজ আমরা আমাদের মায়ের ভাষার কথা বলতে পারতাম না। আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য সালাম,জব্বার,রফিক,বরকত এর বুকের তাজা রক্তের বিনিময়ে মায়ের ভাষা পেয়েছি।