খুলনা নৌবাহিনী স্কুল এন্ড কলেজে অমর একুশ উদযাপন

371

খালিশপুর থানা প্রতিনিধি

প্রভাত ফেরি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা জেলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের, (এনডি), পিএসসি, বিএন’র সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি। আজ শুক্রবার সকাল সাড়ে সাত টায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে খুলনা নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসুচী শুরু হয়। এরপর কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় “১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী” কেন্দ্রিক একটি প্রামাণ্য চিত্র যা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শিত হয়। প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন শেষে বিএন স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা সৈনিকদের নিয়ে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা স্মরণ করেন ৫২ এর ভাষার জন্য আত্মত্যাগকারী অকুতভয় ভাষা সৈনিকদের। এর আগে প্রধান অতিথি- কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বিএন স্কুল এন্ড কলেজের বাৎসরিক একটি বিশেষ পত্রিকা-“একুশের দেয়ালিকা ২০২০” এর মোড়ক উম্মোচন করেন। পরে অনুষ্ঠিত হয়ে যাওয়া “২১ শে ফেব্রুয়ারী” কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে এক বিশেষ তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। পরিশেষে বিএন স্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ মো: নজরুল ইসলাম বিএন স্কুল এন্ড কলেজে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতি,  নৌবাহিনীতে কর্মরত সকল সদস্যদের প্রতি, সমগ্র বাংলাদেশের শান্তি,সমৃদ্ধি ও উন্নতির জন্য এবং ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।