পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র , কেচোঁ খুড়তে কেউটে

135

স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের দুই কর্মকর্তার বিরদ্ধে  যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন শুভরাড়া এলাকার একটি মহল। ওই সচেতন মহল সাংবাদিকদের জানান, এস আই আব্দুল জলিল ও এ এস আই আইনালের বিরুদ্ধে উজ্জ্বল দাস নামে এক যুবক মিথ্যা অপপ্রচার করছে। মুলত ১০ হাজার টাকা   লেনদেনের ঘটনাটি বানোয়াট।

বিষয়টি নিয়ে এ এস আই আইনাল জানান, আমাদের ফাঁসানোার জন্য ঘটনাটি সাজিঁয়েছে। বাস্তবে তদন্ত করলে আসল ঘটনার সতত্য বেরিয়ে আসবে।

শুভরাড়ার ব্যবসায়ি মুছা গাজীর ব্যবহৃত ০১৭৬৮৪৫৪৭৩৮ নং মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জালালেন টাকা নেওয়ার কথা উজ্জ্বল তাকে বলেছিল তবে সে দারোগাকে সরাসরি টাকা নিতে দেখেনি। তিনি আরো জানালেন, সকাল থেকে বিকাল পর্যন্ত উক্ত বাজারে উপস্থিত থেকে ও দারোগাকে টাকানিতে দেখেনি। উক্ত বাজারে ঘটনারদিন উপস্থিত অপর ব্যক্তি সুবহান আলি জানালেন ঘটনার দিন ও সময়ে সে বাজারে উপস্থিত ছিল তবে পুলিশের কাউকে টাকা ও সিগারেট নিতে দেখেনি।

উল্লেখ্য, সম্প্রতি উজ্জ্বল দাস নামে এক ব্যবসায়ি ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দশ হাজার টাকা ঘুষ নেওয়া সহ অসাদচারনের  অভিযোগ  এনে লিখিত দরখস্ত করেন বিভিন্ন মহলে। এ ঘটনার বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী বৃহস্পতিবারের প্রতিবেদনে। (চলবে)