শার্শায় মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

146
উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার ) :
ষশোহর শার্শা উপজেলার নাভারন বাজারে বেশি দামে মাংস বিক্রি করার অভিযোগে ৭ জন মাংস ব্যবসায়ীকে ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে তিনি নাভারন বাজারের মাংস ব্যবসায়ী হজরত আলী,সাইদুল ইসলাম, হাবিবুর রহমান,মফিজূর ইসলাম,সোহেল রানা,মশিয়ার রহমান  ও লালনকে পৃথকভাবে ৩৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে।
খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারন বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রয়ের অভিযোগ পাওয়া গেলে এ অভিযান  চালানো হয়। সবাইকে আগামী ১ সপ্তাহের মধ্যে মূল্য তালিকা নিজ নিজ দোকানে ঝুলানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে। শার্শায় বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ৭ জনকে জরিমানা