ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলিট ইংলিশ ক্লাবের উদ্যোগে “মুজিব বর্ষে একুশের চেতনা” আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

209
আরিফুর রহমান সেতু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার 
মুজিব বর্ষ  উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুক্রবার বিকেলে  এলিট ইংলিশ ক্লাবের উদ্যোগে  “মুজিব বর্ষে একুশের চেতনা” আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম পি (গাইবান্ধা ১),  চেয়ারম্যান বোর্ড অফ ট্রাষ্টিজ,  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন    ডাঃ মোঃ শহীদুল কাদির পাটোয়ারী,  ভাইস চেয়ারম্যান,  বোর্ড অফ ট্রাষ্টিজ,  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,   ডাঃ কে এম মহসিন,  উপাচার্য,  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,    মোঃ আতিকুর রহমান মামুন, সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা, এলিট ইংলিশ ক্লাব,  মিলি রহমান,সহযোগী অধ্যাপক, ডি আই ইউ,   প্রফেসর সাজ্জাদ হোসেন, সাবেক চেয়ারম্যান ইংরেজী বিভাগ, ডি আই ইউ,   আনিছুর রহমান,  সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা,  এলিট ইংলিশ ক্লাব,     তাহমিনা সুলতানা,  সহকারী অধ্যাপক,  ইংরেজি বিভাগ ডি আই ইউ,    মুশফিকুর রহমান,  প্রভাষক ও উপদেষ্টা এলিট ইংলিশ ক্লাব,    আবু বক্কর সিদ্দিক,  সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ডি আই ইউ। অনুষ্ঠান  সঞ্চালনা করেন এলিট ইংলিশ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও ইংরেজি বিভাগের ছাত্র নাজমুল হাসান।
দুপুর ২.৩০ মিনিটে জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে মুজিব বর্ষ ও ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।  সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।