মোহনপুর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : আবুল কালাম আজাদ মক্কা

333
রনি মজুমদার এলিসন, ষ্টাফ রিপোর্টার
বিশ্বের বুকে এখন উন্নয়ন এর অন্যতম নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এই জন্মশতবর্ষে এসে আমরা পেয়েছি অনেক কিছু। আমাদের অর্জন আজ বিশ্বব্যাপী। এখন দেশ এগিয়ে চলেছে মধ্যম আয়ের দেশের পথে। তারই ধারাবাহিকতায় cintv24 এর উন্নয়নের পথে বাংলাদেশ গিয়েছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে। সেখানে প্রতিনিধিদের সাথে কথা হয় স্থানীয় ইউ পি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আবুল কালাম আজাদ মক্কা সাহেবের সাথে। তার সাথে একান্ত সাক্ষাতকারে তিনি আমাদের বলেন মোহনপুর ইউনিয়ন নিয়ে তার স্বপ্নের কথা। তার প্রত্যাশা এই উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়নে গড়ে তোলার প্রত্যাশা করেন।
আলাপনে চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা বলেন, আমাদের এই ইউনিয়নের ইতিহাস সুবিশাল। বিখ্যাত লাহিড়ী পরিবারের এই এলাকায় মুক্তিযুদ্ধের সময়কালেই রয়েছে এর ঐতিহাসিক ঘটনা।  কিন্তু কালের বিবর্তনে আজ এই ইউনিয়নের উন্নয়ন কাজ এতটাই থেমে ছিল যা ভাষায় প্রকাশ করার মত না। আমি এখানে দায়িত্ব ভার গ্রহন করার পর মাননীয় এম পি তানভীর ইমামের হাত ধরে এই মোহনপুর ইউনিয়নে যা উন্নয়ন হয়েছে তা কল্পনাতীত। অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি সহ সরকার ক্ষুধামুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছেন৷ তাছাড়া এই ইউনিয়নের  শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য নাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। চিকিৎসার জন্য গ্রামে কমিউনিটি ক্লিনিক সেবা,  অসহায় মানুষের জন্য দূর্যোগ সহনীয় পাকা ঘর আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে এখন ডিজিটাল পদ্ধতিতে সকল সেবা দেয়ার কাজ চলছে। আশা করি আমার এই মেয়াদেই এই কাজ বাস্তবায়ন সম্ভব। এই মুজিববর্ষে আমাদের দাবি সরকার যেন অনুন্নত এলাকাগুলোতে একটু বিশেষ নজর দেন এটাই আমাদের প্রত্যাশা