করোনার কারণে মোদির ঢাকা সফর বাতিল

101

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে তিন জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন- এমন খবরে বাংলাদেশ সফর বাতিল করেছেন তিনি- এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

তবে, গতকাল রোববার (৮ মার্চ) ঢাকায় তিন জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত এবং অপরজন তাদের একজনের স্ত্রী।

এমন পরিস্থিতিতে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, ১৭ মার্চের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি অতিথিদের উপস্থিতিতে যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ফলে ওই দিনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিরা আসছেন না। তবে পরবর্তীতে এই সমাবেশের তারিখ চূড়ান্ত হবে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইতোমধ্যে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লিতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ঢাকায় মোদির সফর নিয়ে ক্ষোভ প্রকাশ পাচ্ছিল। এমনকি মোদির সফর বাতিলের দাবিও ওঠে। তবে এর মধ্যে ঢাকায় করোনাভাইরাস সংক্রমণের কারণে সেই সফর পিছিয়ে গেল।