খুলনা চেম্বার অব কর্মাসের উদ্যোগে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা শুরু

103
 খুলনা ব্যুরো চিফ
বুধবার দুপুর ১২টায় নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে ১৯তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। খুলনা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডস্ট্রি এ মেলার আয়োজন করেছে। এ মেলার উদ্বোধন করেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর, খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ খুলনার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এবছর প্রবেশের টিকিট মূল্য রাখা হয়েছে ১৫ টাকা। পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রবেশে টিকিট কাটা প্রয়োজন হবে না। বিগত বছর গুলোতে প্রতিদিন গড়ে দশ হাজার লোকের সমাগম হতো আন্তর্জাতিক এ মেলায়। এবার আরো বেশি লোকের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।