সাতক্ষীরার ভবানীপুরে পটোল খেত উপড়ে ব্যপক ক্ষতি

198

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ভবানীপুরে পটোল খেত উপড়ে ব্যটক ক্ষতি। ১২কাঠা জমির ফষল নষ্ঠের অভিযোগ উঠেছে।গড়িয়াডাঙ্গা পুলের পাশে ভবানীপুর মাঠে পটলের ক্ষেত ক্ষতিসাধন হয়েছে ফসলের ক্ষেতে পটোল, বেগুন, কচু গাছ ও পাতাকপি সহ প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অসহায় কৃষক শ্রী বলাই কুমার বিশ্বাস, পিতা মৃত কিরণ চন্দ্র বিশ্বাস উক্ত বিষয়টি স্থানীয় টেংরা ভবানীপুর ওয়ার্ডের মেম্বার মোঃ মহাসিন আলী নিজে তদন্তপূর্বক দেখেছেন।বলাই কুমার বিশ্বাস জানান পটল গাছ সহ বিভিন্ন ফষল নষ্ট করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পটল ব্যবসায়ী আজিজুল ইসলাম এর সাথে পটল বিক্রয়জনিত কারণে তিন চারদিন আগে গোলযোগ বাধে যার কারণে তাদের সাথে আমাদের সাথে কথা-কাটাকাটি হয় যার জন্য তারা এমন ভাবে ক্ষতি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী আজিজুলকে পটল না দিয়ে কুশখালী হাফিজুর রহমানের সাথে পড়লে ব্যবসা করায় মূলত এই গণ্ডগোলের সূত্রপাত।বলাই কুমার জানায় এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তারা এর সুস্থ প্রতিকারের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।