ফকিরহাট সংবাদ

107

লখপুর ইউপি চেয়ারম্যানের ভাই, বিশিষ্ট শিল্পপতি
মোঃ রুহুল কুদ্দুসের ইন্নেকাল
ফকিরহাট  থেকে বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ আবুল হোসেন এর ভাই লখপুর গ্রুপের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মোঃ রুহুল কুদ্দুস (৫৬) ইন্নেকাল করেছেন ইন্নালিল্লাহি ……..রাজৈউন। শুক্রবার ভোর ৪টায় ৫৪মিনিটে ষ্টোকে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মুত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র ও ২কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তিনি লখপুর গ্রুপের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন ও লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন এর আপন ভাই। তার মুতু্যূর খবর শুনে তার বাড়িতে ছুটে যান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা জনপ্রতিনিধি সহ সর্বস্থরের শতশত ব্যাক্তিবর্গ। জানাযা পড়িয়েছেন ভারতে বশিরহাটের পীর মাওলানা শরফুল আমীন সাহেব । ##
ফকিরহাটে ইজিবাইক ছিনতাই
কালে ২ছিনতাইকারী আটক
বাগেরহাট জেলার ফকিরহাটে ইজিবাইক চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে ছুরি সহ হাতে নাতে আটক করে থানায় সোর্পাদ করেছেন। তাদের কাছ থেকে ১টি ছুরি ও ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু ছিনতাই হওয়ায় নগত ৩হাজার টাকা নিয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে বাগেরহাট-কাটাখালী মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ের অদুরে। মোড়লগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র ইজিবাইক চালক সজিব শেখ জানান, বাগেরহাটের মাজার হতে ১যুবতী সহ ৭জন যাত্রীবেশি ছিনতাইকারী তাকে কাটাখালী বাসস্ট্যান্ডে আসার কথা বলে ৩শত টাকায় তার ইজিবাইকটি ভাড়া করে। তারা কাঠালতলা মোড় অতিক্রম করার পর তার গলাই ছুরি ধরে ১টি মোবাইল ফোন নগত ৩হাজার টাকা ও ইজিবাইক নিয়ে পালিয়ে আসে। এসময় চালক পিছনে পিছনে দৌড়ে এসে কাটাখালী বাসস্ট্যান্ডে ধরে চিৎকার করলে স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলো খুলনার রুপসা থানার নিকলাপুর গ্রামের সরোয়ার মল্লিকের পুত্র রাজু মল্লিক (২১), একই এলাকার খোকন মোল্লার পুত্র আঃ রহমান (২০)। এসময় কুদির বটতলা এলকার আঃ আজিজের পুত্র মানিক ও যুবতীসহ বাকিরা নগত টাকা নিয়ে পালিয়ে যায় বলে আটককৃতরা স্বিকার করেছে। এরিপোট লেখা পর্যন্ত মডেল থানায় মামলার প্রস্ততি চলছে বলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন। ##

ফকিরহাটে হোম কোয়ারেন্টাইন
না মানায় একজনকে জরিমানা
বাগেরহাট জেলার ফকিরহাটে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা উপেক্ষা করায় এক নারীকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা ১১টায় শুভদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা, নিদের্শনা উপেক্ষা করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, উক্ত নারী ১৬ মার্চ ভারত থেকে দেশে আসছে। এ ব্যাপারে এসিল্যান্ড এ প্রতিনিধিকে জানান, বিদেশ থেকে আসা সকলকে ১৪দিন হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযানকালে এসআই অপূর্ব রায় ও মোবাইল কোর্টের পেশকার শেখ রুস্তুম আলী সহ সংগয়ি পুলিশ পোর্স উপস্থিত ছিলেন। ##

ফকিরহাটে দ্রব্যমূল্য বৃদ্ধির করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সদরসহ প্রত্যন্ত অঞ্চলে করোনার আতঙ্কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল ১০টায় সদর বাজারে বিশেষ এক অভিযানে মূল্য তালিকা ঠিক না থাকায় এবং মূল্য বেশী নেওয়ার অভিযোগে ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা, কাচামাল ব্যবসায়ী টুকু শেখকে ২হাজার ও মোঃ মোশারেফকে ১হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি চাউলের দোকানে মূল্য তালিকা না থাকায় মনি সাহাকে ২হাজার টাকা জরিমানা করেছেন। এসময় ভ্রাম্যমান আদালতের পরিচালক জানান, করোনাকে ইস্যু করে যারা বাজার মুল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযানকালে এসআই অপূর্ব রায় ও মোবাইল কোর্টের পেশকার শেখ রুস্তুম আলী সহ সংগয়ি পুলিশ পোর্স উপস্থিত ছিলেন। ##