বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপুরী স্কুলে বর্নাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নপুরী স্কুলের পরিচালক এম সাইফুল ইসলাম। পরিচালনা করেন স্কুলের প্রিন্সিপাল তামান্না ইয়াসমিন মুন্নি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের এডিসি আজিজুল হক জোয়ার্দার, খুলনা ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক হাকিম মতিয়ারা বেগম, সুরঞ্জিত গাইন জিৎ, সাংবাদিক আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে গান ও মুখরিত করে রাখে এ স্কুল প্রাঙ্গন। সমাপনি অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন করেন তরুন উদ্যোক্তা সুরঞ্জিত গাইন জিৎ। স্কুলের পরিচালক এম সাইফুল ইসলাম জানান, আমাদের স্বাধীনতার মহা নায়ক বঙ্গন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্ম বার্ষিকি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ধারাবাহিক কর্মসূচি দিয়েছি আমরা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট প্রভৃতি। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারনে দেশের পরিবেশ অনুকুলে না থাকায় কর্মসূচি বাতিল হতে পারে। তবে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।