সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসারের বাঁশদহা বাজার পরিদর্শন

36

সাতক্ষীরা থেকে বদরুজ্জামান খোকা

বিশ্বজুড়ে যখন করোনাভাইরাস হাজার হাজার মানুষ আক্রান্ত ঠিক সেই মুহূর্তে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ করোনা ভাইরাস থেকে সাবধানতা অবলম্বনের জন্য বিভিন্ন কৌশলগত পদ্ধতি অবলম্বন করছে। করোনাভাইরাস এর ক্ষতিকর দিক অসতর্কতা সম্পর্কে সচেতনতা জন্য আজ বুধবার রবিবার ২২ শে মার্চ সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার বাঁশদহা বাজার পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ রায়। প্রশাসনিক সকর্মকতা সাথে নিয়ে বাজারের বিভিন্ন দোকানে দোকানে পরিদর্শন করেন। তিনি করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বলেন বাজারে চায়ের দোকান গুলোতে ওয়ান গ্লাসে চা খাওয়ার পরে বিনা কারণে কেউ সময় কাটানোর জন্য চায়ের দোকানে বসা যাবেনা। এবং বাজারগুলো ২ থেকে ৩ ঘন্টা চালু রাখার জন্য আহ্বান করেন। এসময় তিনি দ্রব্যমূল্য উর্ধ্বগতি সম্পর্কে বিভিন্ন দোকান পরিদর্শন করেন। বাঁশদহা বাজারের সাহাদাত মোল্লার ছেলে মিঠু মোল্লাকে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এক হাজার টাকা জরিমানা করেন। এবং অন্যান্য দোকানদারকে মূল্যবৃদ্ধি না করার জন্য নির্দেশ করেন।