করোনা প্রতিরোধে মোংলা উপজেলা প্রশাসন ও পৌরসভা একযোগে কাজ করছে

35
সাইফুল ইসলাম লিটন, মোংলা থানা প্রতিনিধি
মোংলার ১২৬টি বাড়িতে উড়ছে উপজেলা মোংলার প্রশাসনের লাল নিশানা। করোনাভাইরাসের বিস্তার রোধে বিদেশ থেকে আগত ব্যক্তির অবস্থান চিহ্নিত করতেই প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছেবলে জানা গেছে।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, ‘এখন পর্যন্ত পুরো মোংলায় ১২৬টি বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালা নিশানা উড়ানো হয়েছে। মূলত বিদেশ থেকে কেউ আসলে সেই দিন থেকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে আমরা রাখছি। সন্ধ্যা ৬  টার পরে চায়ের দোকান বন্ধ থাকবে শুধু কাঁচা বাজার মুদি দোকান ঔষধের দোকান খোলা থাকবে জানিয়েছেন। আজ থেকে নৌ বাহিনী মোতায়েন করা হবে বলো শোনা যাচ্ছে।
এছাড়া মোংলা পোর্ট পৌর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভা হতে নানা পদক্ষেপ গ্রহীত হয়েছে  নদী পারাপার ঘাট, মসজিদ, অফিস বাজার এলাকা সহ  বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা ও ট্রাকে করে জীবানু নাশক রাস্তায় ছিটানো সহ সরকারী নির্দেশনা মোতাবেক সকল আদেশ ও নির্দেশনা পালন করা হচ্ছে। । সচেতনতাই পারে করোনা ভাইরাস হতে আমাদের মুক্তি দিতে।