ফকিরহাটের বেতাগায় এনজিও কিস্তির আতংক

56
ফকিরহাট  থেকে বাদশা আলম
সারাদেশে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ব্যস্ত হলেও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ১ নং বেতাগা ইউনিয়নের বাজারে বেসরকারি মাইক্রো ক্রেডিট ভুইফোড় প্রতিষ্ঠান ( এনজিওরা)  ঋনের কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন  ৪ টার পরে থেকে গ্রাহকের দোকানে দোকানে নির্দিষ্ট সময়ে কিস্তির টাকা নিতে যাচ্ছে।বর্তমান সময় দেশের করোনা ভাইরাসের কারনে কর্মজীবীরা কর্মহীন ও দোকানদার দের কেনা বেচা খুব কম হওয়ায় ঋন গ্রাহকরা চরম বিপদে রয়েছেন।গত ২-৩ দিন ধরে এসব এনজিওদের কার্যক্রম দেখা যায়।প্রতিদোকান সহ গ্রাহকের নিকট এই আদায় কারীরা যাচ্ছে কিস্তির টাকা নিতে তখন বিভিন্ন ভাবে  কথা    কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে মাঝে মধ্যে আদায় কারিরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে  বলে অনেকে জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঋন গ্রাহকরা বলেন আমরা যারা বাজার ভিত্তিক বিভিন্ন এনজিওর থেকে ঋন গ্রহন করেছি পূর্বে নিয়মিত দিয়েছি এখন দোকানে কেনা বেচা খুবই কম বাজার ঘাটে আগের মতো লোক সমাগম নাই।সরকারি নির্দেশ ও সচেতন থাকার জন্য  আমাদের চরম খারাপ অবস্থানে আছি।এ বিষয়ে স্থানীয় জাহাঙ্গীর,রবি,আওয়াল,শরিফ , শাহিন সহ আরো কয়েক জনে বলেন, দেশের করোনা ভাইরাসের  মহামারি সরকারিভাবে সব বন্ধ হচ্ছে।আমরা দেশের মানুষ আতংক গ্রস্থ।এর ভিতরে ভুইফোড় এনজিওদের সুদের ব্যবসায়ে পরিনত করেছে।আমরা স্থানীও প্রসাশন ও উর্ধতন  সংশ্লিষ্ট  কর্মকর্তাদের নিকট এদের বিরুদ্ধে আইনের কঠিন ব্যবস্থা নিতে   ও বন্ধের দাবি জানাচ্ছি।