কাদের একেবারেই বাইরে বের হওয়া উচিত নয়?

47
 
 
যাদের অন্যধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ব্রিটেনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের ১২ সপ্তাহ একেবারে বাসার ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। তাদের মধ্যে থাকছে:
 
. যারা কোনোরকম ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন
. যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে
. জেনেটিক কোনও রোগ আছে যাদের
. যাদের শ্বাসতন্ত্রের বড় ধরনের সমস্যা আছে যেমন সিস্টিক ফাইব্রোসিস (ফুসফুসের কলার রোগ) এবং ক্রনিক ব্রংকাইটিস
. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর জন্য যারা বিশেষ ওষুধ খান (ইমিউনো সাপ্রেসেন্ট ওষুধ)
. গর্ভবতী যেসব নারীর হৃদযন্ত্রের সমস্যা আছে।