সাতক্ষীরায় জমি-জমা সংক্রান্ত বিরোধে দুই গ্রপের সংঘর্ষে আহত-০২

23

বদরুজ্জামান খোকা , জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরা সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের জমি-জমা সংক্রান্ত বিরধ দুই গ্রপের মধ্যে ছিল দীর্ঘদিন। এই নিয়ে বহুবার সালিশী বৈঠক হয়েছে। এলাকার চেয়ারম্যান, মেম্বার একাধিক বার মীমাংসা করে দিলেও পরবর্তীতে আবার সেই জমি নিয়ে বিরোধ লেগেছিল। অবশেষে ৩০ শে মার্চ সোমবার দুপুর দুইটার দিকে আবার সেই পুরনো জমি নিয়ে বিরোধ বাধে। এক পর্যায়ে দুই গ্রপের মধ্যে দেশীয় অস্ত্র সহ ব্যাপক সংঘর্ষ হয়। আশরাফুল ও খোদেজা খাতুন (৪০) মারাত্মকভাবে জখম হয়। পরবর্তীতে সাতক্ষীরা সদর থানা থেকে এস,আই হাফিজ এবং এ,এস,আই ইশতিয়াক আহমেদ ঘটনাস্থলে পৌঁছে। এবং বিষয়টি নিয়ন্ত্রণ করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক ভাবে খোদেজা খাতুন কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে সেখান থেকে রিফার্ড করে খুলনা মেডিকেলে হস্তান্তরের জন্য আদেশ দেন। এদিকে অপরপক্ষের আসাদুজ্জামান আসাদ(১৮) নামে এক ব্যক্তি মারাত্মকভাব জখম হয় । তাকে এলাকাবাসি প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছে। পরবর্তীতে সদর থানা পুলিশ আহাদ আলী (৪০) আসাদ(১৮) কে সুস্থ মীমাংসার জন্য থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার এস আই হাফিজের কাছে ফোন দিলে তিনি নাম্বারটি ব্যস্ত করে দেন। পরবর্তীতে এ,এস,আই ইসতিয়াক আহম্মেদ এর কাছে ফোন দিলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং তিনি আরও বলেন তিনজনকে আসামি করে বাদীপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।