যশোরে আইসোলেশনে ভর্তি ১ শিশুর মৃত্যু

50
উৎপল ঘোষ(যশোর) থেকে ঃ
যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি কাকলি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সর্দি,কাশি,জ্বর,শ্বাসকষ্ঠ ও গলা ব্যথার কারণে  ভোরে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে।
হাসপাতাল সুত্রে জানা গেছে,অতিরিক্ত জ্বর, সর্দি,কাশি,শ্বাসকষ্ঠ ও গলা ব্যথা নিয়ে গতকাল বিকাল ৫ টায় কাকলি হাসপাতালে আসে।জরুরী বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস করোনা সন্দেহে তাকে আইসোলেশন বিভাগ ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার ইদ্রিস আলী বলেন,অতিরিক্ত জ্বর,সর্দি,কাশি ও গলা ব্যথার কারণে তার মৃত্যু হয়েছে। তবে সে করোনা ভাইরাসে সংক্রমিত ছিল না।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ আহম্মেদ আইসোলেশনে ভর্তি শিশু কাকলির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।