ফকিরহাটে করোনা ভাইরাস সুরক্ষার্থে জনসাধারণকে মাইকিং করে ঘোষণা

35
বাদশা আলম , ফকিরহাট থানা প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রশাসন গতকাল শনিবার বিকাল থেকে আজ রোববার ফকিরহাটের ১ নং বেতাগা ইউনিয়নসহ ৯ টি ইউনিয়নে মাইকিং করে করোনা ভাইরাস  থেকে সুরক্ষার্থে ব্যাপক প্রচারণা করেছেন  ও জনসাধারণকে যার যার বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাজারে কোনো দোকান পাটে আড্ডা  ও জনসমাগম না করার নির্দেশ দিয়েছেন।এবং ফকিরহাটের ৮ টি ইউনিয়নের বাজারের ব্যবসায়ীদের সকাল থেকে সন্ধ্য ৭ টার ভিতরে ঔষধের দোকান ছাড়া বাকি  সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।ফকিরহাট উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ শাহানাজ পারভিনসহ থানা প্রশাসন। এছাড়া প্রতি বাজারে পুলিশ টহল জোরদার অবস্থানে রয়েছে  এবং ফকিরহাটে অন্যান্য বাজার সহ বেতাগা বাজারে সন্ধ্যার পর নিরব অন্ধকারে নিমজ্জিত দেখা যায়।