ফকিরহাটে করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন ও কাটাখালি হাইওয়ে পুলিশের টহল জোরদার

40
বাদশা আলম, ফকিরহাট থানা প্রতিনিধি।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার  ও তার পার্শ্ববর্তীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফকিরহাট উপজেলা প্রশাসন ও কাটাখালি হাইওয়ে পুলিশের টহল জোরদারে ব্যাস্তর সময় পার করছেন।  ফকিরহাট সদর ও কাটাখালি খুলনা – মোংলা মহাসড়কে দোকানে দোকানে জনসমাগম প্রতিরোধ, সামাজিক দুরত্ব, নিশ্চিত করা গাড়িতে গাড়িতে জিবানু নাশক স্প্রে করা ও বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করেন কাটাখলি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এস আই মোঃ শাহ আলম, এ এস  আই মোঃ ওহিদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স ছিলেন বলে জানান কাটাখালি হাইওয়ে থানার অফিসাস ইনসার্জ (ওসি)   মোঃ রবিউল ইসলা। তিনি আরো জানান, জনসাধারণ ও ট্রাক, ফিক আপ, মাইক্রো সহ বিভিন্ন যানবাহনে যাত্রী না উঠানোর জন্য চালকদের নির্দেশ ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতন মুলক পরামর্শ দেন। অন্য দিকে ফকিরহাট সহ তার পার্শ্ববর্তীতে সকাল থেকে বিকাল ৫ টা  পর্যন্ত দোকান পাট খোলা ছিল। সরকারি ঘোষণা অনুযায়ী ঔষধ দোকান  বাদে সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন এবং জনসাধারণত  বাজার ও রোডে  সরকারি নিয়ম মেনে চলছে।