ফুলতলা ইউনিয়ন পরিষদে সরকারি চাল বিতরণ শুরু

85
মোঃ আল আমিন খান
বুধবার সকাল ৯ টা থেকে শুরু করে ফুলতলা ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার এর নেতৃত্বে গরিব, দুস্থ, অসহায় শ্রমিকদের মাঝে মোট ৫৭৫ কেজি চাউল বিতরন করা হয়। এ সময় কথা হয় পরিষদের চেয়ারম্যান এর সাথে তিনি বলেন, আমরা সরকারি অনুদান জনপ্রতি ১০ কেজি করে চাউল দিচ্ছি সকলকে এবং প্রতিটি তালিকা সুষ্ঠুভাবে তৈরি করা হয়েছে। দেশব্যাপী এই করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সকল নিয়ম নীতি অনুসরন করছি। আমি একজন
প্রতিনিধি হয়ে প্রতিদিন প্রায় ২২ ঘন্টা সময় সাধারণ জনগনের পিছনে ব্যায় করছি। প্রতিটা মানুষ যদি সঠিকভাবে   স্বাস্থ্য অধিদপ্তরের সকল নিয়ম মেনে চলে যেমন সাবান দিয়ে হাত ধোওয়া, মুখে মাস্ক ব্যবহার করা হাতে হ্যান্ড গ্লোবস ব্যবহার করা বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয় জনসংগম না করা। তাহলেই হয়তো আমরা সকলেই মিলে এই মরণঘাতী করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো। চাউল সঠিক ভাবে বিতরন করার জন্য উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল হক উপজেলা বন কর্মকর্তা, ১নং প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি মেম্বার শেখ খলিলুর রহমান, শেখ মহিউদ্দিন, সোনালী আক্তার, হালিমা বেগম, বখতিয়ার শেখসহ ইউপি সচিব তানভীন আক্তার ডলি প্রমুখ।