এখনো নিরাপদে আছে কলমা ইউনিয়ন

108

আরিফুর রহমান সেতু (সিনিয়র স্টাফ রিপোর্টার)

সারাদেশে করোনা ভয়ে আতংকিত সবাই,  একই অবস্থা মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই জেলার লৌহজং উপজেলায় করোনা সংক্রমনের ঘটনায় আতংকে আছে জনসাধারন। এর ব্যতিক্রম নয় উপজেলার কলমা ইউনিয়ন।  তবে স্থানীয় জনপ্রতিনিধি কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান   মোহাম্মদ আব্দুল মোতালেব শেখ তিনি গ্রহন করেছেন অভাবনীয় ব্যবস্থা। ইতিমধ্যেই গঠন করেছেন বিশেষ ফান্ড যা করোনা পরিস্থিতি নাজুক হলেও যাতে কলমা ইউনিয়নবাসীর খাদ্য সরবরাহ নিশ্চিত থাকে। কলমা ইউনিয়নে প্রবেশে প্রতিটা রাস্তায় ভলান্টিয়ার এবং গ্রামপুলিশের   সমন্বয় জীবানু নাশক ছিটানো হচ্ছে।
তিনি সি আইএন টিভি ২৪ কে জানান, সরকার থেকে আমরা ১০০ পরিবারের জন্য সহায়তা পেয়েছি।  আরো ৫০০ জনের নামের তালিকা দেয়া হয়েছে।  তবে এই ইউনিয়নের অনেক মানুষ এখন ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে রয়েছেন   চা বিক্রেতা, সবজি বিক্রেতা,  দিন মজুর যাদের সরকারী বরাদ্দ থেকে কিছু দেয়া সম্ভব হয়নি। তবে এলাকার বিশিষ্ট নাগরিক এবং আমার নিজস্ব তহবিল থেকে ২৪০০ পরিবারে আমরা চাল, ডাল  , আলু,তেল,লবন এবং সাবান দেয়া হয়েছে।  আমার কলমা ইউনিয়নবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা ঘরে থাকুন, আমি খাবার পৌছে দেব।  নিজে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।