সাতক্ষীরার বাঁশদহায় করোনা ভাইরাসের জন্য তিন যুবকের ভিন্ন উদ্যোগ

37

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)
সাতক্ষীরার বাঁশদহায় করোনা ভাইরাসের জন্য তিন যুবকের ভিন্ন উদ্যোগ। বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে ধীরে-ধীরে বাংলাদেশেও আক্রান্তর সংখ্যা বাড়ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন-ভিন্ন উদ্যোগ গ্রহন করেছে নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের ঘরে থাকার জন্য আহব্বান করছেন। প্রয়োজনে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী সহ সকল ধরনের সুবিধা ঘরে বসে পাবে এই অঙ্গীকার বদ্ধ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে গৃহবন্দী মানুষের জন্য। খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ বাংলাদেশ ব্যাপি শুরু হয়ে গেছে। এরই মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তিন যুবক এবার ভিন্ন রকমের উদ্যোগ গ্রহন করেছে। কুলিয়াডাঙ্গার সবুজ,বাঁশদহার জাফর এবং হাবিবুর এই তিন যুবক একত্রিত হয়ে আশা-পাশের ১০০ টি নলকুপের সাবান দেওয়ার কার্যক্রম শুরু করেছে । এ বিষয়ে কুলিয়াডাঙ্গার সবুজ নামের এক যুবক বলেন আমরা জানতে পেরেছি যে, করোনা ভাইরাস থেকে মুক্ত হতে গেলে ঘন-ঘন সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। সেই কারণে আমরা আমাদের নিজেদের অর্থে আমরা তিন বন্ধু মিলে বাঁশদহা এলাকার ১০০ টি টিউবওয়েল সাবান বেঁধে দেওয়ার কার্যক্রম পরিচালিত করছি। আমাদের মনে হয় এতে মানুষ সামান্য উপকৃত হলেও হবে। তারা আরো আহবান করেন সমাজের বিত্তবানরা এই মুহূর্তে যদি গরিবের পাশে এসে দাঁড়ায় তাহলে খেটে-খাওয়া ঘরবন্দি মানুষেরা না খেয়ে মারা না। তাই সকলের এ বিষয়ে উদ্যোগী হয়ে গরিবের পাশে দাঁড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন ।