মুন্সীগঞ্জে ১০ জনের করোনা শনাক্ত

51

মুন্সীগঞ্জে আরও তিন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ। তিনি জানান, শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ২জন নারী এবং ৮জন পুরুষ। জানা যায়, আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর এবং সিরাজদিখান উপজেলায় একজন করে নারী রয়েছেন। এছাড়া গজারিয়ায় দুজন, টঙ্গীবাড়িতে দুজন, শ্রীনগরে একজন, কে-শিমুলিয়া ও পুরা এলাকায় তিনজন পুরুষ আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান,  গত ৮ এপ্রিল  ও  ৯ এপ্রিলে নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে গতকাল শুক্রবার মধ্যরাতে জরুরি ফোনে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই উপজেলায় ৭জন করোনা শনাক্ত হয়েছে বলে বিষয়টি অবহিত করে। আজ শনিবার রিপোর্টে দেখা গেলো ৮ এপ্রিলের নমুনায় ৭ জন ও  ৯ এপ্রিলের নমুনায় ৩ জন মোট ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ‘তাদের মধ্যে ৯জন নারায়ণগঞ্জ ও ১জন মিরপুর থেকে সংক্রমিত হয়েছে বলে জানা গেছে।’মুন্সীগঞ্জের সিভিল সার্জন জানান, গজারিয়া উপজেলার দুইজনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তাকে ঢাকায় ভর্তি করার জন্য রাতেই মুন্সীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কমিউনিটি মেডিকেল অফিসার সংক্রমিত হওয়ায় আইইডিসিআর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছেন। এজন্য বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে।