তেরখাদায় ত্রানের জন্য জেলে পরিবারের আকুতি

32

তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের নলামারা গ্রামের ৭০/৮০ টি জেলে পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষের বসবাস। যাদের জন্য বরাদ্দ রয়েছে নির্দিষ্ট পরিমান সরকারি ত্রান। নানা প্রতিকুলতার ভিতর দিয়ে চলছে তাদের জীবন সংগ্রাম। প্রতিদিন তারা অধীর আগ্রহে তাকিয়ে থাকেন সরকারি দান অনুদানের অপেক্ষায়। তারা বলেন আমরা দিন এনে দিন খাই, দিনমজুর করে কোন রকমে বউ ছেলে মেয়ে নিয়ে বেঁচে আছি। ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর কথা কানে শুনেছি, কিন্তু বাস্তবে আমরা পায়নি। চেয়ারম্যান মেম্বররা আমাদের খোঁজ খবর রাখে না। সরকার যে সব খাদ্য সহায়তা দিচ্ছে তা আমাদের কাছে পৌঁছাচ্ছে না। আমাদের গ্রামে কবে নাগাদ সরকারি ত্রান সামগ্রী দিবে কেউ জানি না। আমরা পথ চেয়ে রয়েছি গত দুই সপ্তাহ ধরে। কিন্তু কেউ ত্রান দিতে আসেনি। অনেকটাই আকুতির সুরে এমন কথা জানালেন ঐ এলাকার বিল্লু মুনি, মনিমহন মুনি, নিমাই মুনি, বাসুদেব মুনি, রতনমুনি, মধু মুনি, অনিল বিশ্বাস, প্রফুল্লমুনি, নিখিল বিশ্বাস, অখিল বিশ্বাস, গান্দি বিশ্বাস, মনিকান্ত বিশ্বাস, সুমনমুনি, শংকর পাত্র, রঞ্জন পাত্র, সুভাষ পাত্র, প্রহ্লাদ মুনি, রূপ মুনি সহ অনেকে।