করোনা ভাইরাস মোকাবেলায় নিরলস কষ্ট করে যাচ্ছে ফুলতলা থানার পুলিশ

83
মোঃ আল আমিন খান 
নভেল মরণঘাতি করোনা ভাইরাসের ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। প্রভাব ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তৈরি হয়েছে অঘোষিত লকডাউন পরিস্থিতি। এ পরিস্থতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের সকল নিয়ম নীতি ও স্বাস্থ্য সচেতনার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত ফুলতলা থানার সকল পুলিশ সদস্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের সঠিক দিক নির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড ১৯) মহামারীর হাত থেকে সাধারণ মানুষ কে সচেতন করার জন্য গ্রহন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। যেমন খেয়াঘাটে চেকপোষ্ট পরিচালনা করা বিনা প্রয়োজনে নদী পারা পার না হওয়া। পথের বাজার, যুগ্নিপাশা শেষসীমানায় বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট। যাতে করে অপরিচিত কোন লোক ঢুকতে না পারে। সাধারণ মানুষকে সচেতনার পাশাপাশি অযথা বাইরে না থাকা সন্ধ্যার ভিতরে ওষুধের দোকান বাদে সকল প্রতিষ্ঠান বন্ধ করা। সকলকে ঘরে থাকা জন সংগম এড়িয়ে চলা, বাজার মনিটারিং করাসহ জনসচেতনতা মূলক উদ্যোগ গ্রহন করেছে ফুলতলা থানা।