আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৯ জন

40

গত ২৪ ঘণ্টায় দেশে ২০৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে আরো ৭ জনের। এ যাবৎ একদিনে মৃত্যু  ও আক্রান্তের সংখ্যা এটাই সর্বোচ্চ। তাছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও সবচেয়ে বেশি হয়েছে।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় নতুন ২০৯সহ মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ জনে। তবে নতুন করে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাননি।  তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯শ ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে তা কয়েকগুণ হয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপি ১৯ লাখ ৩০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজারেরও বেশি । তবে সাড়ে চার লাখের মতো রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।