মশিয়ালীগ্রামে একটি সামাজিক সংগঠনের উদ্যেগে ত্রান বিতরন

48

খানজাহান আলী থানা প্রতিনিধি :

খুলনার খানাজাহান আলী থানার মশিয়ালীগ্রামের দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৪ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫টায় মশিয়ালী শান্তি ঐক্য প্রতিষ্ঠা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধ  পরিষদের উদ্যেগে ৪০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।

করোনা ভাইরাস মহামারীতে যে সকল পরিবার অত্যান্ত দারিদ্রতার সাথে বসবাস করছে শুধুমাত্র তাদেরকে ত্রান দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মাও: সুলতান মাহমুদ জানান, আমাদের সামর্থে যতটুকু পেরেছি , ততটুকু দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের  কার্যক্রম চলমান থাকবে। ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক এ সংগঠনটির সেক্রেটারী  মো. ইউনুস আলী গাজী, সাংবাদিক আবু হামজা বাঁধন, গাজী মোন্তাজ উদ্দিন, আ: রশিদ গাজী, মাওলানা মুস্তাফিজুর রহমান, মো.মনিরুল গাজী, আ: সালাম গাজী,  মো. মোশারফ  হোসেন  মোল্যা,  মো : ইয়াসিন গাজী, নূরুল ইসলাম গাজী, ইকবাল শেখ,  মো. রাজ্জাক  শেখ, আ: হক সরদার ও উপদেষ্টা মো. ইউনুস আলী গাজী।

উল্লেখ্য, মশিয়ালী শান্তি ঐক্য প্রতিষ্ঠা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধ পরিষদ গড়ে উঠে মূলত কয়েকজন প্রবীনদের উদ্যেগে। পরবর্তীতে এ সংগঠনটি গ্রামে মাদক নির্মূল সহ বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে আসছে।