29 C
Dhaka
Thursday, September 19, 2024
Home সারা বাংলাদেশ ঝিনাইদহে মরণঘাতী করোনা ভাইরাসের ছোবলে প্রথম ২ জন রুগি শনাক্ত

ঝিনাইদহে মরণঘাতী করোনা ভাইরাসের ছোবলে প্রথম ২ জন রুগি শনাক্ত

27

মোঃ আল আমিন খান, ব্যুরো চিফ (খুলনা)

শনিবার সকালে ঝিনাইদহ জেলাতে প্রথমবার নারী – পুরুষ সহ মোট ২ জনের করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ পাওয়া গিছে।  করোনা ভাইরাস আক্রান্ত এক জনের বাড়ি ঝিনাইদহ সদরে অপরজনের বাড়ি কালীগঞ্জ উপজেলাতে। ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম এই বিষয়টি নিশ্চিত করেন। এই রিপোর্ট এর পর থেকেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও নিয়মিত টহল দিতে দেখা যায়। রাস্তা ঘাট হাট বাজারে জনসমাগম এড়িয়ে চলা স্বাস্থ্য অধিদপ্তরের সকল নিয়ম নীতি মেনে চলা সামাজিক দূরত্ব সহ সকল প্রকারের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। রাস্তায় মটর সাইকেল আরোহীসহ চলাচলের কারন ও পরিচয় জিঙ্গাসা করা হচ্ছে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এক এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে বিভিন্ন উপজেলা গুলোতে সেনাবাহিনী কাজ করছে। সেনাবাহিনীর টহল দলের নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার বলেন, সেনাবাহিনী করোনা ভাইরাস মোকাবেলায় সব সময় তৎপর আছে। সমাজিক দূরত্ব সহ সরকারের সকল বিধি মালা মেনে চলাচলের জন্য জনগণকে বলা হচ্ছে। কেউ যদি নিয়ম অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোরভাবে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানা যায়।