ফুলতলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সাহসিকতার সাথে পুলিশ সদস্যরা মোকাবেলা করছে করোনাভাইরাস

1535
মোঃ আল আমিন খান 
সারা বিশ্ব যেখানে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে  লকডাইন করা হয়েছে। সরকার থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা হয়েছে নানা সতর্কবাণী। প্রতিটা দিন বিকাল ৬ টার পরে বন্ধ থাকবে সকল দোকানপাট শুধু খোলা থাকবে ওষুধের দোকান ও ডাক্তার খানা। ভয়াল করোনা ভাইরাস বাংলাদেশেও মহামারী রূপ নিতে শুরু করেছে। বাংলাদেশেও লকডাইন চলছে। ইতিমধ্যে খুলনা বিভাগে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে আবার কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। জেলার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এর কঠোর দিক নির্দেশনায় ফুলতলা থানা পুলিশের সকল সদস্য নিজের জীবনকে বাজি রেখে দিন রাত সাধারণ মানুষকে গণসচেতনতা করে চলেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগনকে বলা হচ্ছে। উল্লেখ, যে করোনা ভাইরাসের ছোবলে পুলিশের পাশাপাশি বিভিন্ন ডাক্তার নার্স ও সাংবাদিক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। তবুও থেমে নেয় পুলিশের কার্যক্রম
ফুলতলা থানা পুলিশের করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সতর্কতা মূলক মহড়া
ফুলতলা থানা পুলিশের করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সতর্কতা মূলক মহড়া
জীবনের মায়া ও পরিবারের মায়া ত্যাগ করে কাজ করে যাচ্ছে থানার সকল পুলিশ সদস্য। জনগনকে সচেতন করার জন্য বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। বিনা প্রয়োজনে জনগন যাতে ঘর থেকে বের না হয় নদীর ঘাট সহ নানা আয়োজনের মাধ্যমে লিফলেট বিতরনসহ কাজ করে চলেছে প্রশাসন। এই মহামারী বিপদে আমাদের সকলের উচিত সরকারি আইন ও স্বাস্থ্যবিধি  মেনে চলা, নিজেদের সুরক্ষার  জন্য হলেও মাস্ক হ্যান্ড গ্লোবস ব্যবহার করা প্রয়োজন । ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম সহ সকল পুলিশ সদস্য এই বিপদে যে ভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে তা সত্যি প্রশংসনীয়
করোনা ভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা করেন ফুলতলা থানার অফিসার
করোনা ভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা করেন ফুলতলা থানার অফিসার
ফুলতলা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এস মৃনালা হাজরা বলেন দেশের এই ক্রান্তিকালে ফুলতলা থানার ওসি সাহেব সাহসের সাথে মোকাবেলা করে যাচ্ছে ,সেই সাথে ফুলতলা থানার সকল পুলিশ সদস্য যে ভাবে মানুষ পাশে দাড়িঁয়েছে তা সত্যি প্রশংসনীয়।
ফুলতলা থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী বলেন, থানার ওসি মনিরুল ইসলাম সঠিক ভাবে কাজ করছে, তার কাজে  আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ সন্তোষজনক। কোন খবর পেলেই ওসি সাহেব নিজে অথবা অন্য পুলিশ সদস্য স্পটে পাঠিয়ে দেয়।
ফুলতলা থানার পুলিশ শুধু একা নয় ।  জাতির ক্রান্তিকালে দেশের প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে করোনা নিয়ন্ত্রনে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। তাই জাতির এই  শ্রেষ্ট সন্তান পুলিশদের প্রতি সরকারের পাশাপাশি জনগনেরও পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন সচেতন মহল।
ফুলতলা ডাবুরমাঠে অস্থায়ী বাজারে জনসমাগম নিয়ন্ত্রনে ফুলতরা থানা পুলিশ
ফুলতলা ডাবুরমাঠে অস্থায়াী বাজরে জনসমাগম নিয়ন্ত্রনে ফুলতরা থানা পুলিশ