করোনা ঝুঁকির মধ্যে রেখেই চলছে তারক এন্ড পরশ ফ্লাওয়ার মিল

152

সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় যখন সর্বোচ্চ সতর্কতায়, খাওয়া ঘুমের সময় নাই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারী কর্তা ব্যক্তিদের। শ্লোগান শ্লোগানে যেখানে মুখরিত সরকার পক্ষ, সুশীল সমাজ, গনমাধ্যমসহ বিভিন্ন মহল। প্রতি মুহুর্তে প্রচার হচ্ছে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সতর্কবার্তা, ঠিক সেই পরিস্থিতিতে খুলনা বিসিক শিল্প এলাকা শিরোমনিতে তারক এন্ড পরশ ফ্লাওয়ার মিলের প্রায় একশ শ্রমিককে করোনা ঝুকির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে রেখেই তারা উতপাদন চালিয়ে যাচ্ছে। সরোজমিনে গিয়ে এমনই অবস্থা দেখা যায়। শ্রমিকদের মুখে মাস্ক নাই, প্রতিষ্ঠানের প্রবেশমুখে ও ভিতরে হাত ধোয়ার তেমন কোন ব্যবস্থা চোখে পড়েনি। পাশাপাশি প্রতিষ্ঠানটি যে স্থানে উতপাদন ও প্রক্রিয়াজাত করছে সেখানে পরিবেশ মানসম্মত নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে আইন সহায়তা কেন্দ্র আসক এর তথ্যানুসন্ধান পরিচালক আব্দুল কাইয়ুম খান ও বিভাগীয় সাধারন সম্পাদক শাহাদত হোসেন শাওন ও আমাদের নতুন সময়ের প্রতিবেদক জাফর ইকবাল অপু সাক্ষাতে জানতে চাইলে বুদ্ধদেব বাবুসহ কর্তৃপক্ষ ক্ষীপ্ত হয়ে বলেন, কেন আপনারা ফ্যাক্টরীতে গেছেন, কেন আপনারা আমাদের অফিসে আসছেন? জবাবে আসক পরিচালক জানান, আপনাদের ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বারগুলো বন্ধ থাকায় আপনাদের শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় আরও বেশী ততপর হওয়ার জন্য অনুরোধ জানাতে এসেছি। জবাবে তারা বলেন, আপনারা বাইরে থেকে শ্রমিক এনে দেন, কারন আমাদের শ্রমিকরা মাস্ক পরে কাজ করতে পারেনা। উত্তেজিত সুরে বলেন ডিসি সাহেব দেখে গেছেন এই অবস্থা। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে জানালে তিনি বলেন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।