মুন্সীগঞ্জে নতুন ৪৩ জন করোনা সনাক্ত, জেলায় মোট ১৬০ জন

34
আরিফুর রহমান সেতু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রবিবার মুন্সীগঞ্জ জেলায় নতুন করে আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৯,  শ্রীনগর উপজেলায় ১১, গজারিয়া উপজেলায় ৭ জন এবং সিরাজদিখান উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬০ জনের।
রবিবার সিভিল সার্জন অফিসে ৬৭ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে নেগেটিভ ১৫ জনের এবং পজেটিভ ৫২ জনের।  এর মধ্যে পুরনো রোগীর ফলোআপে পুনরায় পজেটিভ এসেছে ৭ জনের। এছাড়াও লৌহজং উপজেলায় ২ জনের রিপোর্ট পজেটিভ এসছে, তবে তারা নতুন না পুরাতন রোগীর ফলোআপ তা এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করেত পারেনি সংশ্লিষ্টরা । আবারও পজেটিভ আসা ৭ জনের মধ্যে রয়েছে- মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২, শ্রীনগরে ১ ও সিরাজদিখানে ২ জন।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের হেড এসিস্ট্যান্ট , ক্যাশিয়ার, ইপিআই সুপারেনটেনডেন্ট ও নাইটগার্ডসহ নতুন করে ৭ জন পুরুষ স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া স্টাফদের পরিবারে দুই নারীসহ তিন জনের করোনা শনাক্ত হয়।
এই নিয়ে রবিবার মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন করে ১৯ জনের করেনা শনাক্ত হলো। এছাড়া ১৪ দিন অতিক্রান্ত দু’জন পুরনো রোগী নমুনায় আবারও পজেটিভ হয়েছে।
এর মধ্যে মিরকাদিম পৌরসভার নতুন করে ফাতেমা জেনারেল হাসপাতালের ৩০, ৫০, ৩১, ২৪ বয়সী চার মহিলা স্টাফের করোনা শনাক্ত হয়েছে। আরও রয়েছে- মাস্তানবাজারের মহিলা (৩৫), ধলাগাঁও গ্রামের পুরুষ (৪২)। মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগামাহমুদালীপাড়ায় পুরুষ (১৪), খালইস্ট এলাকার মহিলা (২৫) এবং দেওভোগের পুরুষ (১৯) । এছাড়া পুরনো রোগী বিনোদপুরের পুরুষ (৪৫) ও মানিপুরের সিমান্তবর্তী মালাপাড়ার কলেজ ছাত্রী (১৯)।
এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬৫ জনের করোনা শনাক্ত হলো ।
সিরাজদিখানে  আজ নতুন করে ৩ জন পুলিশ অফিসার ,একজন ডেন্টাল সার্জন,১ জন একটি কলেজের অফিস সহকারী এবং ১ জন নারীসহ ৬ জনের করোনা শনাক্ত। এ নিয়ে সিরাজদিখানে  সর্বমোট ২৯ জনের করোনা ভাইরাসে শনাক্ত।  আজকে পর্যন্ত  সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ জন। তারা হলেন সিরাজদিখানের আবিরপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), কুচিয়ামোড়া জহিরুল ইসলাম (৪৫)।