অভয়নগরে ছাত্রলীগ নেতা টুটুলের নেতৃত্বে ৪৮০ পরিবারকে ত্রান, সহযোগিতা চলতে থাকবে

398
জসিম শেখ বাচ্চু, স্টাফ রিপোর্টার
যশোর  অভয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. রওশন কবীর টুটুল এর নেতৃত্বে এ পর্যন্ত ৪৮০ পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।
জানাযায়, রওশন কবীর টুটুল ও তার সহযোগি বন্ধুরা মিলে করোনা ভাইরাস প্রার্দুভাবের শুরু থেকে এ পর্যন্ত অসহায়  দারিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী প্রদান করে আসছে। তথ্যমতে, যারা করোনা ভাইরাস বিপর্যয়ে কর্মহীনভাবে দীর্ঘদিন ঘরে পড়ে আছে , সে সমস্ত পরিবারের ঘরের দৌড় গোড়াঁয় গিয়ে খাবার দিয়ে আসছে। এছাড়া ইতিমধ্যে সর্বস্তরের ফোন নম্বরে ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে ফোনের মাধ্যমে যে কেউ ত্রান বা খাবার সহযোগিতা চাইলে তাৎক্ষনিকভাবে রওশন কবীর টুটুল ও তার সহযোগি বন্ধুরা পৌঁছিয়ে দিয়ে আসছে। বিষয়টি অভয়নগর এলাকায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন এ ছাত্রলীগ নেতা।
রওশন কবীর টুটুল জানান, যতদিন পর্যন্ত  দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসে । ততদিন পর্যন্ত আমাদের এ ত্রান বা খাবার সামগ্রী বিতরন চলতে থাকবে। বিশেষ করে অভয়নগর এলাকার কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সেজন্য আমরা শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দু’মুঠ ডালভাত প্রতিটি অসহায় পরিবারের দরজায় পৌঁছিয়ে দিব।