খুলনায় ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

63
এম হুসাইন সাব্বির-ক্রাইম রিপোর্টার-খুলনা।
খুলনার খানজাহান আলী থানার ধর্ষণ  মামলার তিন আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির, পিপিএম -সেবা এঁর প্রত্যক্ষ তদারকি ও নির্দেশনায় খানজাহান আলী থানার মামলা নং- ০১, তারিখ ০২/০৫/২০২০ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ পেনাল কোডের ৩৮৫ এর এজাহারনামীয় আসামী ১। পারভেজ মোল্যা (২২), পিতা-মোঃ রাজ্জাক মোল্যা, সাং-জাব্দিপুর ৬নং ওয়ার্ড (কদমতলার মোড়), ২। মোঃ আজিজুর রহমান শেখ (২০), পিতা-মৃত শাহিদুল শেখ, সাং-জাব্দিপুর ৭নং ওয়ার্ড এবং আইনের সংঘাতে জড়িত শিশু ৩। মোঃ আমিনুল ইসলাম (১৭), পিতা-নাহিদ ইসলাম, সাং-জাব্দিপুর ৬নং ওয়ার্ড (হুমায়ুন কবির বিল্লাল এর বাড়ীর ভাড়াটিয়া), সর্বথানা-খানজাহান আলী, জেলা-খুলনাদেরকে খানজাহান আলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে গত ইং-০৬/০৫/২০২০ তারিখ ১৫.৩০ ঘটিকায় ধৃত করিয়া মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করেন। আসামীদের জিজ্ঞাসাবাদকালে আসামীদ্বয় ও আইনের সংঘাতে জড়িত শিশু ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করিলে  ইং-০৭/০৫/২০২০ তারিখ জনাব মোঃ আতিকুস সামাদ, মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা এর আদালতে আসামী-১। পারভেজ মোল্যা (২২) ও ২। মোঃ আজিজুর রহমান শেখ (২০) এবং আইনের সংঘাতে জড়িত কিশোর অপরাধী-মোঃ আমিনুল ইসলাম (১৭) নিজেদেরকে ঘটনায় জড়িত দোষ স্বীকার করিয়া স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীদ্বয় ও আইনের সংঘাতে জড়িত কিশোর অপরাধীকে জেল হাজতে প্রেরণ করেন।