ঝিনাইদাহ নতুন করে আরো ৪ জন করোনা সনাক্ত

43

মোঃ আল আমিন খান,ব্যুরো চিফ খুলনা

শনিবার সকালে ঝিনাইদহ জেলায় এক দিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় ২টি উপজেলায় একজন চিকিৎসক সহ নতুন করে আরও ৪ জন শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এতে পুরুষ ও নারী করোনা রোগী সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলাতে মোট ৩৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাল্গুনী শাহাসহ সদরে একজন নারী ও কোটচাদপুর উপজেলাতে ২জন পুরুষ রয়েছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ থেকে গেল ২৪ ঘন্টায় ৪৭টি নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে ৪জন ফলাফল পজেটিভ এসেছে। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ প্রশাসন কে সাথে নিয়ে সে সব বাড়ি ও এলাকায় লক ডাউন করা হবে। এ জেলায় এখন পর্যন্ত ৩৭ জন আক্রান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এলাকাবাসী ও সচেতন মহল মনে করেন স্বাস্থ্য বিধি না মেনে চলার কারনে এমনটা হচ্ছে। আবার অন্যদিকে সব দোকান খুলে দেওয়ার কথা শুনেই মানুষজন ঘর থেকে বের হচ্ছে প্রয়োজন ছাড়াও। নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ঝিনাইদাহ জেলার অন্তভূক্ত প্রতিটা উপজেলায় প্রশাসনের আরো কঠোর নজরদারী দরকার তাহলে কিছু হলেও মানুষের ভীতরে সচেতনতা ফিরে আসবে বলে মনে করেন সকলেই।