ভার্চুয়াল আদালতে কুমিল্লায় প্রথম জামিন

43

হাইকোর্টসহ সারা দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে অনলাইনে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকাল থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আবেদন দাখিলের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রথমদিনেই ভার্চুয়াল কোর্টে জামিন আবেদনের শুনানির পর কুমিল্লায় এক আসামিকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ সারোয়ার নামে ওই আসামির জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নেন।

আইনজীবীরা জানান, তিতাস থানার একটি মারামারির মামলায় ওই আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ।

সৌজন্যে : সময় সংবাদ।