বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের নেতৃত্বে কৃষকের ধান কেটে উঠিয়ে দিয়েছেন

53

জসিম সেখ বাচ্চু (স্টাফ রিপোর্টার)

যশোরের অভয়নগরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সহ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে শ্রীধরপুর ইউনিয়ের বর্ণী গ্রামের গরিব কৃষক মোস্তাফা মোল্যার জমির ধান কেটে বেধে বাড়ি পৌছায় দিয়ে আসেন।

বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে আমার বন্ধুদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরি।  ঠিক স্বাধীনতার ৪৯ বছর পর ২০২০ সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে শ্রমিক সংকট থাকায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আজ আমার পরিবার নিয়ে অসহায় কৃষকের পাশে এসে দাড়িয়েছি,যতদিন বেচে থাকবো ততদিন আমার মাতৃভুমির দুঃসময়ে আমি আমার পরিবারের সকলে দেশের জন্য,মানুষের জন্য লড়তে সর্বদা প্রস্তুত আছি। ধানকাটা সময়  সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান,তার বড় ছেলে এস,এম সাজেদুল হক মিরান,তার ভাইপো মিন্টু সর্দার,বড় নাতি এস এম মেজবাউল হক নোমান সহ,এস,এম নাহিদ সুলতান,এস,এম রায়হান কবির,মোঃ তপু,রানা সর্দার,ইমন সর্দার প্রমুখ।