করোনা রোগির চোর-পুলিশ খেলা

দিনভর পালিয়ে বেড়ানোর পর করোনা রোগি সাতক্ষীরা থেকে উদ্ধার

39

এ যেন করোনা রোগির চোর-পুলিশ খেলা। তেমনটি দেখা যায় ঢাকা থেকে পালিয়ে আসা এক করোনা রোগী দিনভর পালিয়ে বেড়ানোর পর রাতে সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার অভিযানে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের এক বাসিন্দার স্বজন করোনা রোগী ঢাকা থেকে পালিয়ে আসায় বিপাকে পড়ে স্থানীয় পুলিশ প্রশাসন।  ওই আত্মীয়র বাড়ি লকডাউন করে বুধবার( ১৩ মে) রাত ১০ টায় ওই রোগীকে খুঁজে বের করে পুলিশ প্রশাসন।  রোগী একজন নারী, তিনি পুলিশ দেখে এ বাড়ি সে বাড়ি পালিয়ে বেড়িয়েছে ।  আশাশুনি থানার সকল ফোর্স অফিসার মিলে তাকে খুঁজতে থাকে।

পরে ঢাকা থেকে পালিয়ে আসা ওই করোনা রোগীকে ৬ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা যায়, পুরো আশাশুনি থানা এলাকায় ৬ বাড়ি, কয়েক কিলোমিটার এলাকায় তিনি পালিয়ে বেড়িয়েছেন। কিছু অসচেতন মানুষ তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আত্নীয়ের মোটরসাইকেল করে বার বার পুলিশ কে ফাঁকি দিতে আত্মগোপন করেছেন।

রোগীকে পালিয়ে যেতে দেয়া ওই আত্মীয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।