খুলনা মেডিকেলে সর্বোচ্চসংখ্যক ২৬ জনের নমুনায় করোনা পজিটিভ

36

এবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এক দিনে সর্বোচ্চসংখ্যক ২৬ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রোববার শনাক্ত হওয়া ব্যক্তিদের ২৪ জনই সাতক্ষীরা জেলার। এর আগে ওই ল্যাবে এক দিনে সর্বোচ্চ পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

রোববার করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মৃত ব্যক্তিও রয়েছেন। তাঁর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে মারা যান। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মেহেদী নেওয়াজ জানান, রোববার মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনি উপজেলার ১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নিয়োগ পাওয়া ১ জন নার্সের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন মো. হুসাইন শাফায়াত জানান, দেবহাটা উপজেলায় আক্রান্ত ২৩ জন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফেরেন। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছিল। এখন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সৌজন্যে  : প্রথম আলো অনলাইন