কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে হতদরিদ্রের মাঝে জি আর চাল বিতরন

41

আরিফুর রহমান সেতু, সিনিয়ির স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (১৯শে মে) সকাল ১০ টা থেকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ৭ নং কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে  হতদরিদ্রের মাঝে চাল, সেমাই এবং চিনি বিতরন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন, ট্যাগ অফিসার সহ ইউনিয়নের সকল ইউ পি সদস্য সহ আরো অনেকে।  এ সময় ২৫০ টি হতদরিদ্র  পরিবারের মাঝে প্রতিটি পরিবারের জন্য১০ কেজি চাল, ১ কেজি চিনি এবং ১ প্যাকেট সেমাই  বিতরণ করা হয়।
এসময় ইউ পি চেয়ারম্যান মোঃ নুর হোসেন সি আই এন টিভি২৪ কে বলেন, সরকার করোনা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা করছেন। ইউনিয়নে  এ পর্যন্ত ১৩১০ টি পরিবারের মাঝে জি আর চাল বিতরন করা হয়েছে।  এর মধ্যে ছিলেন ভাসমান কিছু মানুষ,  বেদে সম্প্রদায়,  সহ দিনমজুরদের মাঝে এ সহায়তা দেয়া হয়েছে।  তাছাড়াও  ভিজিডি সহ সকল ধরনের ভাতা এবং নিয়মিত সহায়তা প্রদান অব্যাহত আছে।  ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ইতিমধ্যেই সুবিধাভোগীর স্ব স্ব মোবাইল একাউন্টে চলে যাচ্ছে।
তিনি আরো বলেন,  আমাদের ইউনিয়নে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল যারা ইতিমধ্যে সুস্থ হয়েছেন।  বিগত ১৫ দিন  যাবত এই ইউনিয়নে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।  আশা করি ইউনিয়নবাসী আগামী কয়েকটাদিন যদি এভাবে সরকারি বিধি নিষেধ মেনে চলেন তাহলে আমরা খুব দ্রুতই করোনা মুক্ত এলাকা হিসেবে ঘোষণা  দিতে সক্ষম হব।  সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।